গর্ভধারণের জন্য কত সময়ের প্রয়োজন

এটি নিদিষ্ট করে বলা যাবেনা যে, গর্ভধারণের জন্য আপনার কত সময় লাগতে পারে কিন্তু আমরা আপনাকে বলতে পারি সাধারণত একটি দম্পতির গর্ভধারণ করতে কত সময় লাগে -এবং কিভাবে আপনি পুরো প্রক্রিয়ায় গতি সঞ্চার করতে পারেন

অধিকাংশ দম্পতিই তিন মাসের মধ্যে গর্ভধারণে সক্ষম হয় আপনার সময় বেশী লাগতে পারে যদি আপনার বয়স বেশী হয় যদি আপনার কোন প্রজনন প্রতিকূল অভ্যাস (যেমন ধূমপান) থেকে থাকে অথবা যদি এমন কোন অবস্থা থেকে থাকে যা প্রজননকে বাধাগ্রস্ত করে

সন্তান নিতে ইচ্ছুক সকল দম্পতির সাধারণত কত সময়ের প্রয়োজনঃ

৩০ শতাংশ গর্ভধারনে সক্ষম হবে প্রথম চক্রের মধ্যে (প্রায় এক মাস)

৫৯ শতাংশ গর্ভধারণে সক্ষম হয় তৃতীয় চক্রের মধ্যে (প্রায় তিন মাস)

৮০ শতাংশ গর্ভধারণে সক্ষম হয় ৬ষ্ট চক্রের মধ্যে (প্রায় ছয় মাস)

৮৫ শতাংশ গর্ভধারণে সক্ষম হয় বারোত্তম চক্রের মধ্যে (প্রায় এক বৎসর)

৯১ শতাংশ গর্ভধারণে সক্ষম হয় ছত্রিশত্তম চক্রের মধ্যে (প্রায় তিন বৎসর)

৯৩ থেকে ৯৫ শতাংশ গর্ভধারণে সক্ষম হয় ৪৮তম চক্রের মধ্যে (প্রায় চার বৎসর)

আপনি যদি এক বছরের মধ্যে কোন সাফল্যের দেখা না পান, সেক্ষেত্রে একজন গাইনী বিশেষজ্ঞের (টারটিলটি ইসপেসিয়ালিস্ট) এর সাহায্য নেয়া হবে বুদ্ধিমানের কাজ আপনি হয়তবা নিজে থেকেই গর্ভধারণে সক্ষম হবেন যদি চেষ্টা চালিয়ে যান কিন্তু যদি আপনার কোন অজনা শারিরীক সমস্যা থেকে থাকে, সাহায্য নেয়াই সবচেয়ে ভালো যার ফলে আপনি মূল্যবান সময়ের  অপচয় রোধ করতে সক্ষম হবেন কারণ আপনার শরীরের জৈবিক ঘড়ি টিক টিক করে ঘুরেই চলছে

যদি আপনার বয়স ৩৫ বছর অথবা তার বেশী হয়, সেক্ষেত্রে সময় অনেক বেশী মূল্যবান এবং জলদি পরামর্শ গ্রহণ করা আবশ্যক একজন বিশেষজ্ঞের পরামর্শ গ্রহন করুন যদি আপনি ছয় মাসের মধ্যে গর্ভধারনে ব্যার্থ হন