
১ম সপ্তাহে আপনার শিশু
নবজাতকের জীবনের প্রথম সপ্তাহ মূলত গর্ভের বাইরের পরিবেশে অভিযোজনের সময়। এ সময় শিশুর প্রধান কাজই হল ঘুমানো, খাওয়া এবং শারীরবৃত্তীয় প্রয়োজন পূরণ করা। জন্মের পর প্রথম পাঁচ দিনের মধ্যে শিশুর ওজন প্রায় দশ শতাংশ পর্যন্ত হ্রাস পাওয়া স্বাভাবিক। তবে বুকের দুধ খাওয়া শুরু করলে শিশুর ওজন বেশ দ্রুত বাড়তে থাকে। এ সময় নবজাতক মায়ের কণ্ঠস্বর চিনতে পারে এবং মায়ের শরীরের গন্ধে নিরাপত্তা ও স্বস্তি অনুভব করে। শিশুর জন্মগতভাবে প্রাপ্ত প্রতিক্রিয়াগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো মায়ের বুকের দুধ খুঁজতে থাকা এবং কোনোকিছু চুষতে পারার ক্ষমতা- যাকে যথাক্রমে “rooting” এবং “sucking” reflex বলা হয়। জন্মগতভাবে শেখা এই প্রতিক্রিয়া নবজাতককে খাদ্য গ্রহণে সহায়তা করে। সাধারণত এসময় শিশু প্রতিদিন ছোট ছোট বিরতিতে ১৬-১৭ ঘণ্টা ঘুমায়। তাছাড়া জন্মের প্রথম সপ্তাহে হঠাৎ কোনো শব্দ বা নড়াচড়ায় শিশুর শরীরে বারবার চমকে ওঠার প্রতিক্রিয়া বা “Moro reflex” দেখা দেয়। এই ধরণের প্রতিক্রিয়া সদ্যজাত শিশুর জন্য স্বাভাবিক। সব মিলিয়ে এই প্রাথমিক সময়টি নবজাতকের শারীরিক বিকাশ এবং মা ও শিশুর ঘনিষ্ঠ সম্পর্কের ভিত্তি গড়ে তোলে।