কৌটার দুধের ব্যাবহার


কৌটার দুধের ব্যাবহার


অনেক সময় এমন হয়ে থাকে যে শিশু জন্মের পর মায়ের বুকের দুধ পায়না। অথবা মায়ের বা শিশুর নিজের কোন শারীরিক সমস্যার কারনে শিশু মায়ের বুকের দুধ থেকে বঞ্চিত হয়। সে ক্ষেত্রে কৌটার দুধের ব্যাবহার টি গুরুত্বপূর্ণ হয়ে পরে। জেনে নিন বিভিন্ন রকমের কৌটার দুধ সম্পর্কে
, কিন্তু মনে রাখা জরুরী যে সব দুধ সব বাচ্চাদের পেটে সহ্য হবে এমনটি নয়। তাই আপনার বাবুর জন্য কোন দুধ নির্বাচন করবেন তা জানতে ডাক্তারের পরামর্শ নিন।

শিশুদের তরল খাবার নির্ধারণ ও ব্যবহার শিশুর জন্য সঠিক পুষ্টিকর খাদ্য নির্ধারণ করা একটি কঠিন কাজ এবং তা করার  অনেক উপায় আছে। তরল মিশ্রন কেনার সময়, এটির আকারগত ধরনটি (গুড়া/শক্ত) বিবেচনায় রাখুন, এটি মধ্যে কি ধরনের প্রোটিন এবং কার্বোহাইড্রেট থাকে  এবং অন্যান্য উপাদান গুলো সম্পর্কেও জেনে নিন । সর্বশেষে আপনি সেই তরল মিশ্রনটিই পছন্দ করবেন যেটি আপনার শিশুর জন্য ভাল এবং পরিবারের জীবন যাত্রার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অনেক ধরনের তরলের মিশ্রনই পাবেন যা আপনার শিশুর চাহিদাকে পূরণ করবে। কিন্তু একটি তরল মিশ্রন নির্ধারণ করাই ভাল এবং তা পরিবর্তন করা উচিত নয়, যদিও আপনার শিশু প্রথম প্রথম সেটি গ্রহণ নাও করতে পারে। সাধারণ সমস্যা যেমন বমি, গ্যাস, পেট ব্যাথা আপনার শিশুর খাদ্যাভাসের সাথে সম্পর্কযুক্ত নয়। বেশির ভাগ সময় এই সমস্যাগুলো হয় আপনার শিশুর গাস্ট্রইন্টেস্টিনাল ট্রাক্টস এর জন্য, সে যা খায় তার জন্য নয়। তাই একটি নিদিষ্ঠ ধরনের তরল মিশ্রন অন্তত কয়েক সপ্তাহের জন্য চালিয়ে যান। তারপরও যদি আপনার শিশুর সমস্যা হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিন।


গরুর  দুধ ভিত্তিক ফর্মুলা

বর্তমানে বেশির ভাগ মিশ্রনের প্রদান উপাদান হচ্ছে গরুর দুধ। পরিপাকের সুবিধার জন্য দুধের প্রোটিন কে পরিবর্তিত করা হয় (আপনার শিশু স্বাভাবিক গরুর দুধ খেতে পারবে না যতদিন না তার বয়স ১ বছর হচ্ছে) অধিকাংশ শিশুরা যারা তরল খাদ্য মিশ্রনকে প্রধান বা সহযোগী খাবার হিসেবে খায়, তারা পরিপূর্ণ ভাবে প্রোটিন কার্বোহাইড্রেট এবং ফ্যাট পায় যা তাদের প্রকৃত অর্থে পয়োজন।  আপনার শিশু যদি লাক্টজ সহ্য করতে না পারে, তাহলে চিকিৎসক লাক্টজ পরিবর্তন করে অন্য কোন ধরনের সয়া বেসড ফর্মুলা দিবেন যা শিশুর পেটে সহজেই সহনীয়।

হাইড্রোলাইজড ফর্মুলা:


এধরণের মিশ্রণে প্রোটিন কে ক্ষুদ্র ক্ষুদ্র ভাগে ভাগ করা হয় যা শিশুর হজমে বৃহৎ প্রটিন মলিকালস এর থেকে সহায়ক। আপনার শিশুর হয় হাইডোলাইজড ফরমুলা প্রয়োজন যদি তার হজমে সমস্যা থাকে (একটি সাধারণ সমস্যা বাচ্চাদের জন্য) । চিকিৎসা হয় হাইড্রোলাইজড মিশ্রনের জন্য পরামর্শ দিবেন যদি আপনার এস্তেমা থাকে।


কম ওজনের বাচ্চার জন্য ফর্মুলা

এ সকল মিশ্রণে যেমন বেশি ক্যলরি এবং প্রোটিন থাকে যাতে সহজে হজমযোগ্য ফ্যাট থাকে যাকে বলা হয় মিডিয়াম চেন-ট্রাইগ্লাইসেরাইডস (এম সি টি) । কতখানি এম সি টি মিশ্রণে থাকবে তা পণ্যের উপর নির্ভর করেচিকিৎসক আপনাকে মিশ্রণ নির্ণয়ে পরামর্শ দিবেন যা আপনার শিশুর সঠিক ওজন বাড়াতে সাহায্য করবে।



অনুসন্ধান এর বিষয়