বাচ্চাদের দাঁত ওঠার লক্ষণ

আপনার ছোট সোনামণির ফোকলা দাঁতের মিষ্টি হাসি দেখার জন্য নিশ্চয়ই অধীর আগ্রহে অপেক্ষা করছেন? শিশুদের দাঁত কখন ওঠে? বেশিরভাগ ক্ষেত্রেই ৬ মাসের মাঝে শিশুদের প্রথম দাঁত ওঠে। তবে অনেক শিশুদের এ সময়ের আগে (৩ মাস বয়সে) অথবা বেশ দেরীতে (১৪ মাস বয়সে) দাঁত উঠতে পারে। এটা বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করতে পারে। যেমন- শিশুটির বাবা-মা যখন ছোট ছিলেন তখন তাদের কোন বয়সে দাঁত উঠেছিল প্রথম অথবা শিশুটি নির্দিষ্ট সময়ের পূর্বেই ভূমিষ্ট হয়েছিল কিনা।
শিশুদের দাঁত ওঠার পর্যায়গুলো কী কী
খেয়াল করলে দেখবেন, শিশুদের নতুন দাঁত প্রথম যখন উঠে,
তখন তা উঠে জোড়ায় জোড়ায় অর্থাৎ এক সাথে দুটি। প্রথমে গজায় নিচের পাটির মাঝের দুটি দাঁত। ১ মাস বা আরো কিছু সময় পর উপরের পাটির মাঝের দুটি দাঁত দেখা যায়। তবে ব্যতিক্রমও আছে। যেমন- চারটা দাঁতই শুধু উপরে বা নিজে গজাতে দেখা যায়।
দাঁতের বিভিন্ন ধরণ আছে। যেমন- ইনসিসর, মোলার ইত্যাদি। ধরণ ভেদে দাঁত বিভিন্ন সময়ে গজায়। যেমন-
·
৬
মাসঃ নিচের পাটির মাঝের ইনসিসর দাঁত
·
৮
মাসঃ উপরের পাটির মাঝের ইনসিসর দাঁত
·
১০
মাসঃ নিচের ও উপরের পাটির
লেটেরাল ইনসিসর দাঁত
·
১৪
মাসঃ প্রথম মোলার দাঁত
·
১৮
মাসঃ ক্যানাইন দাঁত
·
২৪
মাসঃ সেকেন্ড মোলার দাঁত
এবার আসুন জেনে নিই দাঁত উঠার লক্ষণ গুলো কি কি
১) শিশুরা যেকোন কিছু কামড়াতে চেষ্টা করে
এসময় শিশুদের মাঢ়ির নিচে নতুন দাঁত চাপ দিতে থাকে বা বেড়ে উঠতে থাকে। এই চাপ প্রশমিত বা কমানোর জন্য শিশুরা হাতের কাছে যা পায় সেগুলো কামড়ানোর চেষ্টা করে।
২) দাঁতের মাঢ়ি ফুলে যাওয়া
নতুন দাঁত উঠার আগে শিশুর মাঢ়িতে লাল ও
ফোলা ফোলা ভাব দেখা যেতে পারে। কখনো কখন মাঢ়ির নিচে নতুন দাঁতের অগ্রভাগ দেখা যায়, যার চারপাশের ত্বক ফোলা ফোলা থাকে।
৩) রাতে শিশুর অস্থিরতা বেড়ে যায়
সাধারণত রাতের বেলা শিশুদের দাঁতের বৃদ্ধি দ্রুত হয়। এসময় চোয়ালের হাড় ও মাঢ়ি ভেদ করে দাঁতের বৃদ্ধি হতে থাকে, ফলে ব্যথার কারণে এসময় শিশু বেশ বিরক্ত করতে পারে।
৪) কান ধরে টানা
শুরুতেই বলে রাখি, শিশু যদি কান ধরে টানতে থাকে তবে তা হতে পারে কানের সংক্রমণের জন্য অথবা দাঁতের ব্যথার জন্য। দাঁত উঠলে শিশুর মুখের চোয়ালে ব্যথা হয়, যা কানের ছিদ্র পর্যন্ত ছড়িয়ে যেতে পারে। এ যন্ত্রণা থেকে বাঁচতে শিশু
নিজের কান টানতে পারে।
৫) খাদ্যাভ্যাসে
পরিবর্তন
এসময় অনেক শিশুর খাদ্যভ্যাসেও পরিবর্তন দেখা যায়। যেসব শিশু "সলিড" খাবার খেত, দেখা যায় তারা দুধ বা তরল খাবার খেতে চাচ্ছে। কারণ খাবার খেতে গেলে দাঁতের ব্যথা অনুভব করে তারা। আবার অনেক শিশুদের ক্ষেত্রে উল্টোটা হয়। তারা দেখা যায় তরল খাবার ছেড়ে শক্ত খাবারে আকৃষ্ট হয়। কারণ এ খাবারগুলো কামড়ে খেতে হয়, ফলে নতুন দাঁত ওঠার ফলে শিশুর দাঁতে যে ব্যথা অনুভূত হয়, সেটা থেকে কিছুটা উপশম মেলে।
তাই শিশুর দাঁত ওঠার সময় হলে লক্ষণগুলো জানা থাকলে শিশুর যত্ন আরো ভালোভাবে নেয়া সম্ভব হয়।
আমাদের কেয়ার লাইনে ফোন করে রবি থেকে বৃহস্পতিবার (সরকারী ছুটির দিন বাদে) সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সুপারমম এর ডাক্তারদের সাথে সরাসরি পরামর্শ করতে পারেন মা ও শিশু বিষয়ক যেকোন সমস্যা নিয়ে। আমাদের টোল ফ্রি নাম্বার ০৮-০০০-৮৮৮-০০০