কানের ইনফেকশন

কানের ইনফেকশন


শিশুর
কানে সংক্রমণ শিশুর সর্দি হলে তার ইউস্টাশিয়ান টিউব যা তার কানের সাথে গলার পেছনের দিকে যোগ তৈরি করে, সেটা বন্ধ হয়ে যেতে পারে। এই অবস্থা ব্যাকটেরিয়া সংক্রামনের জন্য খুবই উপযোগী পরিবেশ তৈরী করে। ছোট শিশু কম বয়সী শিশুরা কানের সংক্রমনে আক্রান্ত হবার বেশী ঝুকিতে থাকে কারন তাদের ইউস্টাশিয়ান টিউব টা অনেক ছোট, সরু সমান্তরাল অবস্থায় থাকে। ( শিশু বড় হওয়ার সাথে সাথে এই টিউবগুলো লম্বা হয় এবং অনেকটা খাড়াখাড়ি অবস্থায় চলে আসে, যার ফলে তরল জমতে পারেনা।)

 

তরল জমাট বাধা কান ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য খুবই উপযোগী পরিবেশ। এরা অন্ধকার, ভেজা জায়গায় খুব দ্রুত সংখ্যা বৃদ্ধি করতে পারে। যখন ব্যাকটেরিয়া তাদের সংখ্যা বৃদ্ধি করছে তখন শিশুর কান ফুলে যেতে পারে এবং তার কানের ভিতরে অথবা আশপাশে ব্যাথা অনুভব করতে পারে। দুঃখজনকভাবে এটা খুবই সাধারন একটা রোগ যার সংক্রমন ৪জনে জন শিশুর বছর বয়স হওয়ার আগেই ঘটে। এক্ষেত্রে দেরী না করে সাথে সাথেই ডাক্তার এর পরামর্শ নিন।