খেলনা ও গান

খেলনা ও গান

নবজাতকের খেলনাঃ

খেলনা আপনার শিশুকে ছোট ছোট বিজয় আনন্দ দেয়ার ভাল উপায় । কোন কিছু যথাস্থানে রাখার সার্থকতা খুবই ভাল জনিসি। এমন পাজেল নির্বাচন করুন যার টুকরো সংখ্যা কম এবং মোটা সহজে পরিবর্তনযোগ্য,ভাল কাঠ দিয়ে তৈরি

পড়ে শোনোর থেকে রেকর্ড করা গল্প আপনার শিশুর জন্য ভাল বিকল্প নয়। কিন্তু অনেক টলতে টলতে হাটা শিশু যন্ত্র থকেও শুনতে পছন্দ করে এবং এর মধ্যে নতুনত্ব ও বিভিন্নতা আছে। ছোটদের ছড়ার ধরণ গুলো আপনার শশিুর কানের জন্য ভাল। আপনি যখন তাকে পড়ে শোনাবনে, জিজ্ঞেস করুন সে ছবির জিনিস গুলোর নাম বলতে পারে কি না। আরও জানানর জন্য আমাদের এই বয়সরে শিশুদের জন্য নির্ধারিত বইগুলো দেখুন এবং শুনুন।

আপনার টলতে টলতে হাটা শিশু তার নৈপুণ্য দিয়ে সারা ঘরে গাড়ি এবং ট্রেন চালাব। সে দেখতে পছন্দ করবে কিভাবে এগুলো ঘরে কোনা দিয়ে ঘোরে এবং খালি মেঝের মাঝে চলে।

আপনার শিশুকে কিক, গড়ানো নথি মারার জন্য বল দিন এবং বল খেলা শেখার জন্য কিছু সময় দিন। যখন সে একটু ভাল বুঝাবে। তাকে দৌড়ানো এবং কিক মারার জন্য উৎসাহিত করুন। এটি সমন্বয় সাধন উন্নতকরণ শিক্ষার সহায়ক এবং অনেক মজারও ।

আপনার শিশু দিনে উৎসাহতি হচ্ছে মেঝেতে দেয়ালে ও আসবাবপত্রে নিজের মত দাগাদাগি করার জন্য। তাকে একটি খালি জায়গা এবং বড় কাগজ কিছু ক্রাউন দিন। সে একটি ধারনা পাবে আকাআকির একটি নিদিষ্ট জায়গা আছে । দেখুন সে কি কি আঁকছে।

লাইট কার্ড বোর্ড যথেষ্ট বড় ছোট দুর্গ বা দেয়ালে বানানোর জন্য বা যা আপনার শশিুর বানাতে চায়। কিন্তু এর সন্তুষ্টি শেষ পর্যায়ে যখন দেয়াল নড়বড়ে হয়ে পড়ে যাতে পারে।

ভারী ধাক্কা দিয়ে খেলা খেলনা গুলো আপনার শিশুকে ঝুঁকে খলেতে শিখবে যখন সে খেলনা গুলো নিয়ে সারা ঘরে ঘুরবে। আদর্শ স্বরূপ হতে পারে মালগাড়ী। টানা খেলনা গুলো একটু হাটতে পারা শশিুদরে জন্য যারা সামনে হাটার সাথে সাথে পছনে ফিরে তাকাতে পারে।

টলতে টলতে হাটা শিশুরা সাজাতে গাদা/জড়ো করতে, এলোমেলো জড়োগুলো মড়াতে এবং মূলত তাদরে জীবন পুনরায় সাজাতে পছন্দ করে। সাজানো গোছানো সেসব শশিুদরে জন্য আনন্দদায়ক যারা সমস্যা সমাধানের প্রাথমিক দক্ষতা অর্জনের চেষ্টা করে।

একটি ছোট ব্যায়ামাগার/খেলার জায়গা আপনার টলতে টলতে হাটা শশিুর বেয়ে ওঠা লুকোনো, বেয়ে নামা, এবং অন্যান্য চলা ফেরার বা রং কর দক্ষতা অর্জনের ভাল জায়গা। কিন্তু এ ধরনরে খেলনার দাম  অনেক এবং খুব তাড়াতাড়ি বাতিল হয়ে যায়।

 

নবজাতকের জন্য শাস্ত্রীয় সংগীত

শিশুর আগমনে প্রতিটি মা-বাবার মনেই আনন্দের বন্যা বয়ে যায়। নবজাতককে ঘিরে তখন নানা ভাবনা ঘুরপাক খায় মা-বাবার মনে। তার জন্য এটা দরকার, ওটা কিনতে হবে, সময়মতো টিকা দিতে হবে- ইত্যাকার কত ভাবনাই না তখন উঁকিঝুঁকি মারে মা-বাবার মনে। সেই ভাবনা একসময় পক্বতাও লাভ করে শিশুর ভবিষ্যৎ নির্মাণে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার- কত কিছু যে তখন ভিড় করে সেখানে। কিন্তু এসব হওয়ার জন্য শিশুকে যে ছোটবেলা থেকেই অন্য এক আবহে গড়ে তুলতে হয় তা কজনার জানা? কজনই বা জানে যে শিশু তার মাতৃগর্ভ থেকে শিখতে শুরু করে? যারা এখনো এ জানা থেকে বেশ দূরে তাদের জন্য ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রয়্যাল স্কটিশ ন্যাশনাল অর্কেস্ট্রা (আরএসএনও)তারা বলছে, গান শুনতে শুনতে প্রতিটি নবজাতক শিশুরই জ্ঞানের উত্তরণ ঘটে। আর শাস্ত্রীয় সংগীত তাদের ভালোবাসতে অনুপ্রাণিত করে। এ যুক্তিতে স্কটল্যান্ডে জন্ম নেওয়া এক বছরের প্রতিটি নবজাতককে একটি করে ক্লাসিক্যাল সিডি সরবরাহ করা হবে। পাশাপাশি স্কটল্যান্ডের ২২০টি অফিসে এ সিডি বিতরণ করা হবে। তারা ধারণা করছে, এতে করে প্রায় ৬০ হাজার পরিবার এ সিডি উপভোগ করতে পারবে। 'আস্টার, জোয়েলিক ফর জার্নি' শিরোনামে সিডিটি স্কটিশ কোরাস গান, ছড়া এবং শাস্ত্রীয় সংগীতের মিশেলে রেকর্ড করা হয়েছে।
সিডিটির সংগীত পরিচালক পিটার ওউন্ডজিয়ান বলেন, 'আমি যখন ছোট ছিলাম তখন আমার দাদা আমাকে একটি ক্ষুদ্র টেপরেকর্ডার উপহার দেন। সেটি আমার খেলার অভয়ারণ্য হয়ে ওঠে। আমি সেখানে আনন্দ খুঁজে পেতাম। আমি দেখেছি যে সংগীতের সম্মোহনী শক্তি জীবন পাল্টে দিতে পারে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আমাদের এ বিস্ময়কর সংগীত শ্রোতাদের দীর্ঘক্ষণ আনন্দদান করবে। বিশেষ করে যে তরুণরা নিয়মিত গান শোনে এবং যারা শিশু তাদের মেধা বিকাশে এটি ইতিবাচক প্রভাব ফেলবে।