সোনামণির ঘুমঃ প্রাথমিক ধারনা

প্রত্যেক শিশুই একে অপরের থেকে ভিন্ন। কিছু শিশুর অন্য শিশুদের থেকে দু ঘন্টা বেশি বা তার কম ঘুমের প্রয়োজন এবং নতুন হাটতে শেখা শিশুদের ও একটু বড় শিশুদের তাদের সাথীদের তুলনায় এক ঘন্টা বেশি বা কম ঘুমের প্রয়োজন। 

নিচের এই সময়সূচী আপনাকে একটি ধারণা দিবে সাধারণত শিশুদের বিভিন্ন বয়সে কতক্ষণ ঘুমের প্রয়োজন এবং বয়স বাড়ার সাথে সাথে কিভাবে তাদের রাতের ঘুম এবং দিনের ভাঙ্গা ভাঙ্গা ঘুমে অভ্যাস পরিবর্তিত হয়।

 

নতুন শিশু

 



বয়স



ঘুমের ধরণ

নতুন শিশু              

প্রায় সাড়ে দশ (১০ ) থেকে আঠার (১৮) ঘন্টা (২৪ ঘন্টার মধ্যে)। তেমন কোন নির্দিষ্ট কারন ছাড়াই। আপনার সদ্য জন্ম নেয়া শিশু কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টা পর্যন্ত  ঘুমাতে পারে এবং মাঝে মাঝে জেগে উঠতে পারে তার ক্ষুধার প্রয়োজনে।

 ১ মাস

 

প্রায় সাড়ে দশ (১০ ) থেকে আঠার (১৮) ঘন্টা। আপনার শিশু দিন ও রাতের পার্থক্যকে আয়ত্ব করতে শুরু করেছে। সে হয়তো বেশির ভাগ রাতের বেলা ঘুমাবে, তবুও দিনেও অনেক ঘুমাবে।

 ২ মাস

 

প্রায় সাড়ে দশ (১০ ) থেকে আঠার (১৮) ঘন্টা। যদিও সে এখন অনেক সতর্ক ও সামাজিক, বেশির ভাগ শিশুই দুই থেকে চার বার (বা তারওবেশি) দিনে ঘুমাবে। আপনার শিশু হয়তো মধ্যরাতে খাবার অভ্যাসও পরিত্যাগ করা শুরু করবে।

 ৩ মাস

 

প্রায় সাড়ে দশ (১০ ) থেকে আঠার (১৬ ) ঘন্টা। এই বয়সে কিছু শিশু (সবাই নয়) টানা ৬ থেকে ৮ ঘন্টা পর্যন্ত রাতে ঘুমায়। বেশির ভাগ শিশুই দুই থেকে তিন বার দিনে ঘুমায়।

 ৬ মাস

 

প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা। এই বয়সে রাতে শিশুরা ৯ থেকে ১১ ঘন্টা ঘুমায়। দিনের ভাঙ্গা  ভাঙ্গা ঘুম, সকালে একবার এবং দুপুরে একবার-এ নেমে আসতে পারে (যদিও কিছু শিশু এই বয়সেও তিন থেকে চার বার ভাঙ্গা ভাঙ্গা ঘুম ঘুমায়)।

 ৯ মাস

 

প্রায় ১৩ থেকে ১৪ ঘন্টা। তিন-চতুর্থাংশ শিশুরা এই বয়সে রাতে ঘুমায় (সাধারণত মধ্যরাত থেকে ভোর ৫টার মধ্যে ঘুম থেকে উঠে না) কিছু শিশু তাদের রাতের ঘুম একবারেই ঘুমায়, জেগে ওঠা ছাড়া ১০-১১ ঘন্টা ঘুমায়। এই বয়সে আপনার শিশু দুইবার ভালভাবে ঘুমাবে, দিনে এবং রাতে।